Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জুন ২০২৪

পটভূমি ও ইতিহাস

১৯৯৭ খ্রিষ্টাব্দের ২রা ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তির পর থেকেই পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার অভিপ্রায়ে এবং পার্বত্য অঞ্চলের পশ্চাৎপদ জনগোষ্ঠিকে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছিল ক্ষমতাসীন সরকার। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য পাহাড়ী জনগোষ্ঠীর সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং পশ্চাৎপদ জনগোষ্ঠির উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, পার্বত্য শান্তি চুক্তির কারিগর জননেত্রী শেখ হাসিনা ২০০৮ সালে রাঙ্গামাটি পার্বত্য জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অংঙ্গিকার করেন।

সেই অঙ্গিকার রক্ষার্থে ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী রাঙ্গামাটি সফরকালে রাঙ্গামাটি মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। ২০১৪ সালের ১৮ই জুন ডাঃ মোঃ টিপু সুলতান’কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে রাঙ্গামাটি মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। কিন্তু পার্বত্য চট্টগ্রামের একমাত্র চিকিৎসা শিক্ষা বিদ্যাপীঠের এই যাত্রা পথ কখনোই কুসুমাস্তীর্ণ ছিলোনা। মেডিকেল কলেজ ঘোষণার পরপরই স্থানীয় রাজনৈতিক সংগঠনের বিরোধীতার কারণে এই কলেজ প্রতিষ্ঠার কাজ বাধাগ্রস্থ হয়। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সিসিইউ ভবনে কলেজের অস্থায়ী ক্যাম্পাস স্থাপন করে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ৫১ জন ছাত্রছাত্রী ভর্তির মাধ্যমে কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়। ২০১৫ সালের ১০ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ২০১৪-২০১৫ সেশনের শিক্ষা কার্যক্রম উদ্ভোধন করেন। এই অনুষ্ঠান চলাকালীন কলেজ প্রতিষ্ঠার পক্ষ-বিপক্ষের দুই দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যার ফলশ্রুতিতে একজন স্থানীয় অধিবাসী মৃত্যুবরণ করেন। সংঘর্ষ থামানোর জন্য প্রশাসন হাসপাতাল এলাকায় ১৪৪ ধারা জারি করে এবং পুলিশ ও সামরিক বাহিনীর সহায়তায় ছাত্রছাত্রী ও শিক্ষকদের কলেজ ক্যাম্পাস থেকে সরিয়ে নেয়া হয়, কলেজের কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

পরবর্তীতে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিরোধী পক্ষের নেতৃবৃন্দ, জনপ্রশাসন, পুলিশ ও সামরিক বাহিনীর কর্মকর্তাসহ সকলকে নিয়ে সচিবালয়ে দফায় দফায় আলোচনা হয়। কিন্তু কোন সমঝোতায় পৌঁছানো সম্ভব হচ্ছিলনা। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপ এবং নির্দেশে ২০১৫ সালের ২৮শে মার্চ সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত পূর্বক ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম শুরুর জন্য তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী অধ্যক্ষকে নির্দেশনা প্রদান করেন।

সেই নির্দেশনা মোতাবেক ২০১৫ খ্রিষ্টাব্দের ২৮ শে মার্চ নতুন উদ্যমে কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়। এই ২৮ শে মার্চ পরবর্তীতে রাঙ্গামাটি মেডিকেল কলেজের “কলেজ ডে” হিসেবে স্বীকৃতি পায়।

প্রারম্ভিক বাধা পেরিয়ে রাঙ্গামাটি মেডিকেল কলেজের গৌরবময় পথচলা শুরু হয়েছে এবং একদিন দেশ সেরা চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার লক্ষ্যে সে যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।